৩৫তম বিসিএস থেকে বিসিএস প্রিলির ২০০ নম্বরের প্রশ্নে বাংলাদেশ বিষয়াবলির জন্যে বরাদ্দ আছে ৩০ নম্বর। এই ৩০ নম্বরের মধ্যে বাংলাদেশ বিষয়াবলির জন্যে বরাদ্দ আছে ০৬ নম্বর। প্রতি বিসিএসেই বাংলাদেশের জাতীয় বিষয় নিয়ে প্রশ্ন এসে থাকে।
যেমন- ৩০ তম বিসিএসে বাংলাদেশের জাতীয় ফল, ১৯তম বিসিএসে বাংলাদেশের জাতীয় পশু ও পাখি, ২৬তম বিসিএসে বাংলাদেশের জাতীয় দিবস, এছাড়া ১৯তম, ১৩তম, ১১তম বিসিএসে বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস নিয়ে প্রশ্ন এসেছিলো।
তাই আমাদের আজকের আয়োজন বিসিএস প্রস্তুতির জন্যে এক নজরে বাংলাদেশের যত জাতীয় বিষয় নিয়ে।
জাতীয় পতাকা – সবুজের মাঝে লাল বৃত্ত
রূপকার – চিত্রশিল্পী কামরুল হাসান
প্রথম নকশাকার – শিব নারায়ণ দাস (৬ জুন ১৯৭০)
প্রথম উত্তোলন – ২ মার্চ ১৯৭১, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় এক ছাত্রসভায়।
উত্তোলনকারী – তৎকালীন ডাকসু ভিপি আ স ম আব্দুর রব।
প্রথম আনুষ্ঠানিক উত্তোলন – ২৩ মার্চ ১৯৭১, বঙ্গবন্ধুর বাসভবনে এবং একই দিনে সারা বাংলাদেশে।
বাংলাদেশের বাহিরে প্রথম উত্তোলন – কলকাতাস্থ পাকিস্তানের ডেপুটি হাইকমিশনারে।
জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত – ১০:৬ (৫:৩)।
জাতীয় প্রতীক–
উভয় পাশে ধানের শীষ বেষ্টিত পানিতে ভাসমান জাতীয় ফুল শাপলা, তার শীর্ষদেশে পাটগাছের তিনটি পরস্পরযুক্ত পাতা, তার উভয় পাশে দুইটি করে তারকা।
ডিজাইনার – কামরুইল হাসান
মন্ত্রীসভায় অনুমোদন লাভ – ২৮ ফেব্রুয়ারি ১৯৭২
জাতীয় প্রতীক ব্যবহারের অধিকারী – রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
জাতীয় মনোগ্রাম––
লাল রঙের বৃত্তের মাঝে হলুদ রঙের বাংলাদেশের মানচিত্র। বৃত্তের উপরের দিকে লেখা ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’, নীচে লেখা সরকার এবং বৃত্তের দুপাশে ২টি করে মোট ৪টি তারকা।
ডিজাইনার – এ.এন. সাহা
জাতীয় সঙ্গীত– আমার সোনার বাংলা (প্রথম ১০ চরণ)
জাতীয় পাখি – দোয়েল
জাতীয় ফুল – শাপলা
জাতীয় পশু – রয়েল বেঙ্গল টাইগার
জাতীয় বন – সুন্দরবন
জাতীয় বৃক্ষ – আম গাছ
জাতীয় চিড়িয়াখানা – মিরপুর, ঢাকা চিড়িয়াখান
জাতীয় সংবাদ সংস্থা – বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
জাতীয় ফল – কাঁঠাল
জাতীয় মাছ – ইলিশ
জাতীয় মসজিদ – বায়তুল মোকাররম
জাতীয় বিমানবন্দর – হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর
জাতীয় গ্রন্থাগার – শেরেবাংলা নগর, আগারগাঁও, ঢাকা
জাতীয় জাদুঘর – জাতীয় জাদুঘর, শাহবাগ, ঢাকা
জাতীয় পতাকা – সবুজের মাঝে লাল বৃত্ত
জাতীয় কবি – কাজী নজরুল ইসলাম
জাতীয় পার্ক – শহীদ জিয়া শিশু পার্ক
জাতীয় খেলা – কাবাডি
জাতীয় স্মৃতিসৌধ – সম্মিলিত প্রয়াস
জাতীয় স্টেডিয়াম – বঙ্গবন্ধু স্টেডিয়াম
জাতীয় ও স্বাধীনতা দিবস – ২৬ মার্চ