০১. বাংলাদেশের তিনটি বড় বিলের নাম কী?
উত্তরঃ চলনবিল, বিল ডাকাতিয়া ও তামাবিল।
০২. বাংলাদেশের বৃহত্তম বিল কোনটি?
উত্তরঃ চলনবিল।
০৩. চলনবিল কোথায় অবস্থিত?
উত্তরঃ পাবনা, সিরাজগঞ্জ ও নাটোর জেলায়।
০৪. কোন নদীটি চলনবিলের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে?
উত্তরঃ আত্রাই।
০৫. বাংলাদেশের মিঠাপানির মাছের প্রধান উৎস কী?
উত্তরঃ চলনবিল।
০৬. বাংলাদেশের পশ্চিমা বাহিনী নদী বলা হয় কোন বিলকে?
উত্তরঃ ডাকাতিয়া বিলকে।
০৭. তামাবিল কোথায় অবস্থিত?
উত্তরঃ সিলেটে।
০৮. বিল ডাকাতিয়া কোথায় অবস্থিত?
উত্তরঃ খুলনা জেলার ডুমুরিয়া থানায়।
০৯. বাংলাদেশের সবচেয়ে বড় হাওর কোনটি?
উত্তরঃ টাঙ্গুয়ার হাওর।
১০. টাঙ্গুয়ার হাওর কোথায় অবস্থিত?
উত্তরঃ সুনামগঞ্জে।
১১. টাঙ্গুয়ার হাওরকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের অংশ হিসেবে ঘোষণা করে কবে?
উত্তরঃ ২০০০ সালে (১০৩১তম)।
১২. হাকালুকি হাওর কোথায় অবস্থিত?
উত্তরঃ মৌলভীবাজারে।
১৩. নাপিত খালি ভ্যালি কোথায় অবস্থিত?
উত্তরঃ কক্সবাজার।
১৪. হালদা ভ্যালি কোথায় অবস্থিত?
উত্তরঃ খাগড়াছড়ি।
১৫. বলিশিরা ভ্যালি কোথায় অবস্থিত?
উত্তরঃ মৌলভীবাজার জেলায়।