প্রঃ ভারতের ভিতরে বাংলাদেশের ছিট মহল কতটি ?
উঃ ৫১ টি।
প্রঃ বাংলাদেশের ভিতরে ভারতের ছিটমহল কতটি ?
উঃ ১১১ টি।
প্রঃ ভারত-বাংলাদেশ ‘সীমান্ত চুক্তি’ স্বাক্ষরিত হয় কত সালে ?
উঃ ১৯৭৪ সালের ১৬ মে ( ইহা ‘মুজিব-ইন্দিরা চুক্তি’ নামেও পরিচিত)।
প্রঃ ভারত কবে বাংলাদেশের জন্য তিন বিঘা করিডোর খুলে দেয় ?
উঃ ২৬ জুন, ১৯৯২।
প্রঃ বেড়ুবাড়ী বাংলাদেশের কোন কোন জেলায় অবস্থিত ?
উঃ পঞ্চগড়।
প্রঃ বাংলাদেশের ছিটমহলগুলো ভারতের কোথায় অবস্থিত ?
উঃ পশ্চিম বঙ্গের কুচবিহার জেলায়।
প্রঃ ১৯৪৭ সালের সীমানা কমিশন কি নামে পরিচিত ?
উঃ র্যাডক্লিফ কমিশন।
প্রঃ দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত ?
উঃ লালমনিরহাট।
প্রঃ কোন জেলা রৌমারি ও বড়ইবাড়ি সীমান্তে অবস্থিত ?
উঃ কুড়িগ্রাম।
প্রঃ ‘বিলোনিয়া সীমান্ত’ কোন জেলায় অবস্থিত ?
উঃ ফেনী।