বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
সোমবার বেলা ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এর পঞ্চম তলার বিডিরেন সম্মেলন কক্ষে উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হক আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ কার্যক্রম উদ্বোধন করেন।
এবার ‘ক’ ইউনিটে পাসের হার ১৩.৬%, ‘খ’ ইউনিটে পাসের হার ২৫.৫% এবং ‘গ’ ইউনিটে পাসের হার ২৯.৯%।
একই সময়ে অনলাইনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক যৌথভাবে ফলাফল প্রকাশ কার্যক্রমে অংশ নেন।
এসময় আরো উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান, জীববিজ্ঞান অনুষদের ডিন ড. মো. হাসিনুর রহমান, রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম, ফলাফল প্রস্তুতকরণ ও তথ্য প্রদান ইউনিটের সমন্বয়ক সিএসই বিভাগের চেয়ারম্যান রাহাত হোসাইন ফয়সাল, প্রক্টর মো. শফিউল আলম প্রমুখ।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তির তারিখ ১৩ থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষের ক্লাস শুরু হবে আগামী ১৫ জানুয়ারি। ভর্তি পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://admission.eis.bu.ac.bd) পাওয়া যাবে।