দেশের উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে।
এ কারণে আজ রোববারের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৫ সালের ডিগ্রি পরীক্ষা ও সার্টিফিকেট কোর্স (পুরোনো সিলেবাস) পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) বদরুজ্জামানের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে।
তবে অন্যান্য পরীক্ষার তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিনে ২০১৫ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স (পুরাতন সিলেবাস) পরীক্ষা ১৫ জুলাই শনিবার থেকে শুরু হয়েছে।
সারাদেশে মোট ৬৯৪ টি কেন্দ্রে ১৬৭২ টি কলেজের সর্বমোট ২ লাখ ১০ হাজার ২৮৭ জন পরীক্ষার্থী এবার ডিগ্রি পরীক্ষায় অংশ নিয়েছেন।
পরীক্ষা সংক্রান্ত বিষয়ে যে কোনো কিছু জানাতে বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে কন্ট্রোলরুম স্থাপন করা হয়েছে।
কন্ট্রোলরুমের ফোন নম্বর- ৯২৯১০১৭, ৯২৯১০৩৮ এবং ফ্যাক্স নম্বর-৯২৯১০৪৪।
সংশ্লিষ্ট সকলকে যে কোন জরুরী প্রয়োজনে কন্ট্রোলরুমে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।