গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদনর সময় আগামী ২ নভেম্বর বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মাহবুবুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.bsmrstu.edu.bd প্রচারিত নিয়মাবলি অনুসারে অনলাইনে আবেদন করতে পারবেন।|
তবে ভর্তি পরীক্ষা পূর্বনির্ধারিত সময় অনুযায়ী আগামী ১০, ১১ এবং ১৭ ও ১৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। ১০ নভেম্বর ‘ডি’ ও ‘ই’ ইউনিটের, ১১ নভেম্বর ‘এফ’ ও ‘জি’ ইউনিটের ১৭ নভেম্বর ‘এ’ ও ‘বি’ ইউনিটের এবং ১৮ নভেম্বর ‘সি’ ও ‘এইচ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, এবার ৮টি ইউনিটের অধীনে ৩১টি বিভাগে মোট ৩ হাজার ১ জন (বিদেশি শিক্ষার্থী ও কোটাসহ) শিক্ষার্থী ভর্তি করা হবে।