জামায়াতে ইসলামীর ডাকা হরতালের কারণে চলমান প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনীর সোমবারের পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে।

সোমবার সকাল ১১টা থেকে দেড়টা পর্যন্ত প্রাথমিক ও ইবতেদায়ির বাংলা বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল।
দলের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকরের প্রতিবাদে সোমবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী। শনিবার মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকর করার পর রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ এ কর্মসূচি ঘোষণা করেন।
২০১৫ সালের ‘প্রাথমিক শিক্ষা সমাপনী’ ও মাদ্রাসার ‘ইবতেদায়ি শিক্ষা সমাপনী’ পরীক্ষা রোববার সারাদেশে একযোগে শুরু হয়েছে, যা চলছে আগামী ২৯ নভেম্বর পর্যন্ত।
প্রথম দিনে অনুষ্ঠিত হচ্ছে ইংরেজি বিষয়ের পরীক্ষা। সকাল ১১টায় শুরু হওয়া পরীক্ষা শেষ হবে দুপুর দেড়টায়। তবে বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীরা অতিরিক্ত ২০ মিনিট সময় পাবে।
এবার এ পরীক্ষায় শিক্ষার্থীর সংখ্যা ৩২ লাখ ৫৪ হাজার ৫১৪। গত বছর এ সংখ্যা ছিল ৩০ লাখ ৯৫ হাজার ৩২১। গতবারের চেয়ে এ বছর পরীক্ষার্থী বেড়েছে এক লাখ ৯৮ হাজার।
এবার সারাদেশে সাত হাজার ৫২টি কেন্দ্র্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। প্রাথমিক সমাপনীর জন্য দেশের বাইরে ১১টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হচ্ছে।