সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০১৭ সালের একাডেমিক সূচি প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় (www.mopme.gov.bd) । এ সূচিতে ২০১৭ সালের ছুটির তালিকাও রাখা হয়েছে।
* বিদ্যালয় কার্যক্রমের সময়সূচি : সকাল ৯টা থেকে বিকেল ৪.৩০টা পর্যন্ত (বৃহস্পতিবার দুপুর ২.৩০টা পর্যন্ত)।
* বিদ্যালয়ে পাঠদানের সময়সূচি : সকাল ৯.১৫টা থেকে বিকেল ৪.১৫টা পর্যন্ত (বৃহস্পতিবার ২.৩০টা পর্যন্ত)।
* পবিত্র রমজান মাসে বিদ্যালয়ের সময়সূচি : বিকেল ৩.৩০টা পর্যন্ত (বৃহস্পতিবার ২.৩০টা পর্যন্ত)।
বার্ষিক কর্মঘণ্টা
* প্রথম ও দ্বিতীয় শ্রেণি :
দুই শিফট স্কুল – ৬০০ ঘণ্টা
এক শিফট স্কুল – ৯২১ ঘণ্টা
* তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণি :
দুই শিফট স্কুল – ৭৯১ ঘণ্টা
এক শিফট স্কুল – ১২৩১ ঘণ্টা
পরীক্ষার সময়সূচি (প্রথম থেকে পঞ্চম শ্রেণি)
* প্রথম সাময়িক পরীক্ষা : ২৩ থেকে ৩০ এপ্রিল ২০১৭ তারিখের মধ্যে।
* দ্বিতীয় সাময়িক পরীক্ষা : ৬ থেকে ১৩ আগস্ট ২০১৭ তারিখের মধ্যে।
* প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা-২০১৭ : ২০ থেকে ৩০ নভেম্বর ২০১৭ তারিখের মধ্যে (সম্ভাব্য)।
* বার্ষিক পরীক্ষা (প্রথম থেকে চতুর্থ শ্রেণি) : ১১ থেকে ১৮ ডিসেম্বর ২০১৭ তারিখের মধ্যে।