সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের পদমর্যাদা বৃদ্ধি, প্রধান শিক্ষকদের এক ধাপ নিচে বেতন কাঠামো নির্ধারণ এবং শতভাগ বিভাগীয় পদোন্নতিসহ ১১ দফা দাবি জানিয়েছেন শিক্ষকরা।
শুক্রবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা।
প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ শামছুদ্দীন বলেন, স্বাধীনতার পর থেকে ২০০৫ সাল পর্যন্ত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের মধ্যে বেতন পার্থক্য ছিল এক ধাপ। কিন্তু বর্তমানে বেতন কাঠামোর পার্থক্য তিন ধাপ। তিনি প্রস্তাবিত বেতন কাঠামোর অনুপাত ৫:১ হারে নির্ধারণ, সরাসরি প্রধান শিক্ষক পদে নিয়োগ বন্ধ, সহকারী শিক্ষক নিয়োগ যোগ্যতা ন্যূনতম স্নাতক, শিক্ষকদের রেশনিং ব্যবস্থা, শিক্ষক নিয়োগ পোষ্য কোটা ২৫ শতাংশ করার দাবি করেন।
সমিতির কেন্দ্রীয় নেতা সাবেরা বেগমের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন শিক্ষক নেতা গোলাম ফারুক, আবদুল হালিম, রফিকুল ইসলাম, দিদারুল আলম, এমিলি দেওয়ান, মাসুদ পারভেজ, নাসরিন সুলতানা প্রমুখ।