প্রাণিসম্পদ অধিদপ্তরে ৬১ পদে নিয়োগ!

ঢাকার ফার্মগেটে অবস্থিত প্রাণিসম্পদ অধিদপ্তর জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞাপন অনুযায়ী অফিস সহকারী পদে ৬১ জনকে নিয়োগ দেওয়া হবে। দেখে নিন পদগুলোতে আবেদনের জন্য বিস্তারিত :

যোগ্যতা

ন্যূনতম স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনকারীদের বয়স ১৪ জুলাই, ২০১৬ তারিখে ১৮ থেকে ৩০ বছর হতে হবে। মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। তবে মুক্তিযোদ্ধার সন্তানদের ছেলেমেয়ের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। পদটিতে রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার অধিবাসীরা আবেদন করতে পারবেন না।

বেতন ও ভাতা

পদটিতে বেতন দেওয়া হবে আট হাজার ২৫০ টাকা থেকে ২০ হাজার ১০ টাকা। এ ছাড়া থাকবে অন্যান্য সুবিধা।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা প্রয়োজনীয় কাগজপত্র ও ৫০ টাকা পরীক্ষার ফিসহ আবেদনপত্র জমা দিতে পারবেন ‘উপপরিচালক, প্রাণিসম্পদ ও প্রশাসন-১, প্রাণিসম্পদ অধিদপ্তর, কৃষি খামার সড়ক, ফার্মগেট, ঢাকা-১২১৫’ ঠিকানায়। আবেদনপত্র সংগ্রহ করা হবে ১৪ জুলাই, ২০১৬ তারিখ পর্যন্ত।

দৈনিক যুগান্তর পত্রিকায় ১২ জুন, ২০১৬ তারিখে: