প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ইউজিসির তদন্ত কমিটি

মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে র‌্যাবের হাতে আটক বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের সহকারী পরিচালক ওমর সিরাজের বিরুদ্ধে অভিযোগ তদন্তে চার সদস্যের কমিটি গঠন করেছে ইউজিসি। ইউজিসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ মোহাব্বত খান রোববার এ তদন্ত কমিটি গঠন করেন।
 UCG
কমিটির আহ্বায়ক করা হয়েছে ইউজিসির প্রফেসর ড. আবুল হাশেমকে। তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন- ইউজিসির অপর সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা, ইউজিসির সচিব ড. মো. খালেদ এবং ইউজিসির যুগ্ম সচিব (প্রশাসন) ড. মো. ফখরুল ইসলাম। শেষেরজন কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।
মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে র‌্যাবের হাতে আটক হওয়ায় গত শুক্রবার ইউজিসি কর্তৃপক্ষ সহকারী পরিচালক ওমর সিরাজকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করে।