[১] মানব দেহে খনিজ লবণ থাকে → শতকরা ৪%।
[২] কোন প্রাণী জীবনে একবারও পানি পান করেনা→ ক্যাঙ্গারুর্যাট।
[৩] কোন পশু শব্দ করতে পারেনা →জিরাফ।
[৪] গরুর গড় আয়ু প্রায়→ ১২ বছর।
[৫] বানরের পা থাকে → ৪টি।–[৬] মাকরোসার পা থাকে → ৮টি।
[৭] একটি রানী মৌমাছি → ১০০০ বার ডিম পাড়ে।
[৮] যে স্তন্যপায়ী জীব ডিম দেয়→ প্লাটিপাস।
[৯] যে প্রাণী সবচেয়ে বেশি দিন বাঁচে → কচ্ছপ।
[১০] সর্ববৃহৎ সামুদ্রিক পাখি →অ্যালব্যাট্রোস।
[১১] যে পাখি উড়তে অক্ষম → কিউই, পেঙ্গুইন।
[১২] সাপ শুনতে পায় → জিহবার সাহায্যে।
[১৩] সবচেয়ে লম্বা সাপ কোনটি → আনাকোন্ডা।
[১৪] মুক্তা হল ঝিনুকের → প্রদাহের ফল।
[১৫] পূর্ণ বয়স্ক মানুষের নাড়ীর স্পন্দন প্রতি মিনিটে প্রায় →৭২ বার।
[১৬] মানুষের মস্তিস্কের ওজন → ১.৩৬ কেজি।
[১৭] মানুষের স্পাইনাল কর্ডের দৈর্ঘ্য → ১৮ ইঞ্চি।
[১৮] ফুল ফোটায় যে হরমোন →ফ্লোরিজেন।
[১৯] বায়ুমন্ডলে কার্বন ড্রাই অক্সাইডের পরিমাণ → ২৫ শতাংশের বেশি হলে কোন প্রাণী বাঁচতে পারবে না।
[২০] একজন পূর্ণ বয়স্ক মানুষের দেহে রক্ত থাকে → ৫-৬ লিটার।
[২১] সব গ্রুপ থেকে রক্ত গ্রহণ করতে পারে → গ্রুপ AB। আর সব গ্রুপকে রক্ত দান করতে পারে → ব্লাড গ্রুপ O.
[২২] মানব দেহে প্রতি সেকেন্ডে → ২০ লক্ষ লোহিত রক্ত কণিকা উৎপন্ন হয় আর একটি লোহিত রক্ত কণিকার গড় আয়ু ৪ মাস/১২০ দিন।