০১৷পৃথিবীর আনুমানিক বয়স কত?
উত্তরঃ ৪,৫০০ মিলিয়ন বছর।
০২৷পৃথিবীর আয়তন কত?
উত্তরঃ ৫১,০১,০০,৫০০ বর্গ কিঃ মিঃ।
০৩৷ সূর্যকে প্রদক্ষিণ করতে পৃথিবীর কত সময় লাগে?
উত্তরঃ ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিঃ ৪৭ সেঃ।
০৪৷ পৃথিবীতে কয়টি মহাদেশ রয়েছে?
উত্তরঃ ৭ টি। যথাঃ এশিয়া, ইউরোপ, আফ্রিকা,উত্তর আমেরিকা, দক্ষিন আমেরিকা, অস্ট্রেলিয়া ও এন্টার্কটিকা।
০৫৷ পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি?
উত্তরঃ এশিয়া।
০৬৷ পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ কোনটি?
উত্তরঃ ওশেনিয়া।
০৭৷ আয়তনে পৃথিবীর বড় দেশ কোনটি?
উঃ রাশিয়া।
০৮৷ আয়তনে পৃথিবীর ছোট দেশ কোনটি?
উত্তরঃ ভ্যাটিকান।
০৯৷ জনসংখ্যায় পৃথিবীর বড় দেশ কোনটি?
উত্তরঃ চীন।
১০৷ জনসংখ্যায় পৃথিবীর ছোট দেশ কোনটি?
উত্তরঃ ভ্যাটিকান।
বিঃদ্র্যঃ আরো কিছু তথ্য আগামি কাল পর্ব -০২ এ প্রকাশ করা হবে।