০১. পৃথিবীর আনুমানিক বয়স কত?
উত্তরঃ ৪,৫০০ মিলিয়ন বছর (প্রায়)
০২. পৃথিবীর আয়তন কত?
উত্তরঃ প্রায় ৫১,০১,০০,৫০০ বর্গ কিলোমিটার।
০৩. পৃথিবীর পরিধি কত?
উত্তরঃ প্রায় ৪০,২৩৪ কিঃ মিঃ।
০৪. পৃথিবীর ব্যাস কত?
উত্তরঃ প্রায় ১২,৭৬৫ কি. মি.।
০৫. পৃথিবীর ব্যাসার্ধ কত?
উত্তরঃ প্রায় ৬, ৪৩৬ কি. মি.।
০৬. পৃথিবীর স্থলভাগের আয়থন কত?
উত্তরঃ ১৪,৮৯,৫০,৩২০ বর্গ কি. মি.।
০৭. সূর্যকে প্রদক্ষিণ করতে পৃথিবীর সময় লাগে কত?
উত্তরঃ ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড।
০৮. পৃথিবীর নিজ অক্ষের উপর একবার আবর্তন করতে সময় লাগে কত?
উত্তরঃ ২৩ ঘণ্টা ৫৬ মিনিট।
০৯. পৃথিবীতে গণতান্ত্রিক দেশ কতটি?
উত্তরঃ ১২২টি।
১০. বিশ্বের সর্বাধিক দ্বীপরাষ্ট্র কোন দেশে?
উত্তরঃ ইন্দোনেশিয়া।