যারা আগের পদ্ধতিতে নিবন্ধন পরীক্ষায় পাস করেছেন তাদের নিবন্ধন সনদে উল্লেখিত ঐচ্ছিক বিষয়ে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাতালিকা তৈরি করবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ণ কর্তৃপক্ষ।
আজ বুধবার ৩০ ডিসেম্বর শিক্ষাসচিব মো. সোহরাব হোসাইন স্বাক্ষরিত বেসরকারি শিক্ষক নিয়োগের অনুসরণীয় পদ্ধতি সংক্রান্ত পরিপত্রে এ কথা বলা হয়েছে।
পরিপত্রের ৮ ধারায় উল্লেখ করা হয়েছে, “ইতোপূর্বে নিবন্ধিত মেধাতালিকা বর্হিভুত প্রার্থীদের ক্ষেত্রে নিবন্ধন সনদে উল্রেখিত ঐচ্ছিক বিষয়ে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে নিয়োগের জন্য মেধাক্রম নিধারিত হবে।”
কী পদ্ধতিতে পুরোনো নিবন্ধনধারীদের মেধা তালিকা হবে তা নিয়ে নানা প্রশ্ন ও সংশয় ছিল প্রায় সাড়ে ৪ লাখ নিবন্ধনধারীদের।
ঢাকার নায়েম ক্যাম্পাসে অবস্থিত নিবন্ধন কর্তৃপক্ষ অফিস থেকে ১ম থেকে ৫ম অথবা ৬ষ্ঠ পরীক্ষার সকল নিবন্ধনধারীদের তথ্য গায়েব হয়ে গেছে। এ বিষয়ে এর আগে দৈনিকশিক্ষাডটকমে প্রতিবেদন প্রকাশ হয়েছে।
সূত্র: দৈনিক শিক্ষা