♦ অগ্রণী হোল্ডিংস
পদ ও যোগ্যতা : অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, ২টি। স্নাতক। ১ থেকে ২ বছরের অভিজ্ঞতা।
আবেদনের শেষ তারিখ : ২৭ মে।
আবেদনের নিয়ম : বিডিজবসের মাধ্যমে।
সূত্র : www.bdjobs.com
♦ ভেনচুরাস
পদ ও যোগ্যতা : ডাটা এন্ট্রি অ্যাসোসিয়েট। ডিপ্লোমা, বিএসসি ইন কম্পিউটার সায়েন্স, স্নাতক বা অধ্যয়নরত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ : ৩১ মে।
আবেদনের নিয়ম : বিডিজবসের মাধ্যমে।
সূত্র : www.bdjobs.com
♦ টিপিএল কম্পানি
পদ ও যোগ্যতা : কাস্টমার সার্ভিস অফিসার, ১১টি। এসএসসি, এইচএসসি, ডিপ্লোমা, স্নাতক, বিবিএ বা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরতরা আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ : ১৭ জুন।
আবেদনের নিয়ম : সিভি পাঠাতে হবে [email protected] ঠিকানায়।
সূত্র : www.bdjobs.com
♦ সিলিকন মার্কেটিং ও রিসার্চ
পদ ও যোগ্যতা : মার্কেট ইনভেস্টিগেটর, ১২টি। স্নাতক। ১ বছরের অভিজ্ঞতা।
আবেদনের শেষ তারিখ : ১১ জুন।
আবেদনের নিয়ম : বিডিজবসের মাধ্যমে।
সূত্র : www.bdjobs.com