০১. আইন মেনে চলা কোন ধরনের কর্তব্য?
উত্তরঃ রাজনৈতিক
০২. সুশাসনের অন্যতম প্রতিবন্ধক নিচের কোনটি?
উত্তরঃ দুর্নীতি
০৩. মূল্যবোধকে সাধারণভাবে কত ভাগে ভাগ করা যায়?
উত্তরঃ ৬ ভাগ
৪০টিরও বেশি বিসিএস মডেল টেস্ট অনলাইনে দিয়ে নিজেকে যাচাই করুন একদম ফ্রীঃ
০৪. ন্যায়বিচার প্রতিষ্ঠা করা কোন বিভাগের কাজ?
উত্তরঃ বিচার বিভাগ
০৫. নিজ সমাজ, জাতি ও সংস্কৃতি কোন ধরনের মূল্যবোধের অন্তর্ভুক্ত ?
উত্তরঃ সামাজিক
০৬. মূল্যবোধকে মানুষের ইচ্ছায় একটি অন্যতম মানদ- হিসেবে দেখিয়েছেন নিচের কোন জন?
উত্তরঃ M. R. William
০৭. নিচের কোনটি প্রশাসন যন্ত্রের ধারক ও বাহক হিসেবে বিবেচিত ?
উত্তরঃ সরকার
০৮. আইনের প্রাচীনতম উৎস কী?
উত্তরঃ সামাজিক প্রথা
০৯. ব্যক্তির মূল্য ও মর্যাদার স্বীকৃতি কোন ধরনের মূল্যবোধ ?
উত্তরঃ পেশাগত
১০. ‘Ordinance’ আইনে ব্যবহৃত এ শব্দটি হলো-
উত্তরঃ জরুরি আইন
ব্যাংক নিয়োগ জবের ২০টি মডেল টেস্ট এবং পূর্ববর্তী বছরের গুলো অনলাইনে ফ্রী পরীক্ষা দিতে: