নেদারল্যান্ডের আমস্টারডম বিশ্ববিদ্যালয়ে স্কলারশীপ!

বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী শিক্ষার্থীদেরকে স্কলারশীপ দেয় নেদারল্যান্ডের আমস্টারডম বিশ্ববিদ্যালয়। আমস্টারডম এক্সিলেন্ট স্কলারশীপ প্রোগামের অধীনে মাস্টার্স অধ্যনের জন্য এ স্কলারশীপ দেয়া হয়।

haarlembanner
২০১৬-১৭ সেশনে আগ্রহী প্রার্থীদের জন্য স্কলারশীপ প্রদান করেছে কর্তৃপক্ষ। আবেদন করার শেষ তারিখ ১৫ জানুয়ারী, ২০১৬।

বৃত্তির বিষয়:

# আইন
# অর্থনীতি
# ব্যবসায় শিক্ষা
# চাইল্ড ডেভেলপমেন্ট এন্ড এডুকেশন
# গণযোগাযোগ
# মনোবিজ্ঞান
# সামাজিক বিজ্ঞান
# মানবিক

কোর্স লেভেল: আমস্টারডম বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স অধ্যয়নের জন্য এ স্কলারশীপ দেয়া হবে।

বৃত্তি প্রদানকারী: ইউনিভার্সিটি অব আমস্টারডম।

যোগ্যতা:
# মাস্টার্সের জন্য সাধারণত: প্রয়োজনীয় সকল যোগ্যতা।
# দ্বিতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়।
# শিক্ষা জীবনের কোন পর্যায়ে দুই বছরের বেশী বিরতি থাকা চলবেনা।
# শারিরীক ও মানসিকভাবে সূস্থ হতে হবে।

ভাষাগত দক্ষতা: আইইএলটিএস এ কমপক্ষে ৭.০০ স্কোর থাকতে হবে ।

বৃত্তির বর্ণনা:
# স্কলারশীপের মোট আর্থিক পরিমাণ পঁচিশ হাজার ইউরো।
# সকল টিউশন ফি।
# আবাসনের ব্যবস্থা।

বৃত্তিরসংখ্যা: প্রতিবছর ১৫ জন শিক্ষার্থীকে এক বছরের জন্য এ বৃত্তি দেয়া হয়।

মেয়াদ: প্রাথমিক ভাবে এক বছরের জন্য দেয়া হয়। তবে পরবর্তীতে মেয়াদ বৃদ্ধির সুযোগ থাকে।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী শিক্ষার্থীকে প্রথমে অনলাইনে আবেদন করতে হবে।

বৃত্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও আবেদন করার জন্য নিচের লিংক ব্রাউজ করুন-  http://www.uva.nl/en/education/master-s/scholarships–tuition/scholarships