নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ম্যাটাডোর গ্রুপ। প্রতিষ্ঠানটিতে ‘টেরিটরি সেলস ম্যানেজার’ পদে নিয়োগ দেওয়া হবে। সারা দেশে চাকরি করতে ইচ্ছুক আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে সহজেই আবেদন করতে পারেন।
পদের নাম
টেরিটরি সেলস ম্যানেজার (টিএসএম)।
যোগ্যতা
যেকোন প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর পাস প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। তবে বিবিএ অথবা এমবিএ পাস প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। প্রার্থীর এক থেকে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া প্রার্থীর এফএমসিজি ইন্ডাস্ট্রিতে কাজ করার অভিজ্ঞতা প্রয়োজন। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের দেশের যেকোনো স্থানে কাজ করার আগ্রহ থাকতে হবে। অনূর্ধ্ব ৩৭ বছর পর্যন্ত আবেদন করা যাবে।
বেতন স্কেল
বেতন আলোচনা সাপেক্ষে।
আবেদনের পদ্ধতি
প্রার্থীদের বিডিজবস অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অথবা সিভি ই-মেইল করতে পারেন ([email protected]) এই ঠিকানায়।
আবেদনের শেষ তারিখ
আবেদন করা যাবে আগামী ৩০ মে, ২০১৯ পর্যন্ত।
সূত্র : বিডিজবস