ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষ থেকে নতুন দুটি বিভাগ চালু হচ্ছে। বিজ্ঞান অনুষদের অধীনে ‘ফলিত গণিত’ (Department of Applied Mathematics) এবং সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে ‘কমিউনিকেশন ডিসঅর্ডার’ (Department of Communication Disorders) নামে নতুন দুটি বিভাগ চালু করা হচ্ছে। রোববার ঢাবির গণসংযোগ বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে আরও বলা হয়, দেশের চাহিদার কথা বিবেচনা করে শিগ্গিরই এই দুটি বিভাগের কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইতোমধ্যেই ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষ থেকে এই বিভাগ দুটি খোলার অনুমোদন দিয়েছে।