নতুনদের ক্যারিয়ার গড়ার সুযোগ দিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসিআই গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান এসিআই ফার্টিলাইজার। প্রতিষ্ঠানটিতে ‘ট্রেইনি মার্কেটিং অফিসার’ পদে নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
কৃষি, উদ্ভিদবিদ্যা বা প্রাণিবিদ্যা বিষয়ে বিএসসি অথবা এগ্রিবিজনেস বা মার্কেটিং বিষয়ে বিবিএ বা এমবিএ পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। পাশাপাশি মাধ্যমিক পর্যন্ত বিজ্ঞান বিষয়সহ অভিজ্ঞতাসম্পন্ন স্নাতক পাস প্রার্থীদের জন্যও আবেদন করার সুযোগ থাকছে। প্রার্থীদের সংশ্লিষ্ট ক্ষেত্রে এক থেকে দুই বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। এ ছাড়া দেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতাসম্পন্ন হতে হবে।
আবেদন প্রক্রিয়া
সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে এই নিয়োগ দেওয়া হবে। সাক্ষাৎকারের জন্য দুই কপি পাসপোর্ট সাইজের ছবিসহ জীবনবৃত্তান্ত সঙ্গে নিয়ে ‘এসিআই সেন্টার, ২৪৫ তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, ঢাকা-১২০৮’ ঠিকানায় উপস্থিত থাকতে হবে। সাক্ষাৎকার নেওয়া হবে ১৭ জুন, ২০১৭ সকাল ৯টা থেকে।
বিস্তারিত দেখে নিন বিডিজবস ডটকমে প্রকাশিত বিজ্ঞপ্তিতে :