ঢাবির ‘খ’ ইউনিটের ফল প্রকাশ, ৮৫ ভাগই ফেল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

122294_1

ঢাবির কেন্দ্রীয় ভর্তি অফিসে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক এ ফল প্রকাশ করেন।

এবারের ভর্তি পরীক্ষায় পাসের হার ১৪.৬৮ ভাগ। ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ (স্নাতক) ভর্তি পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হয়। পরীক্ষায় অংশ নেন ২৯,৬৪৫ শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ৪৩৫১ জন।

ভর্তি পরীক্ষায় যোগ্য বিবেচিত এই ৪৩৫১ জনের মধ্যে ২২৯৬ শিক্ষার্থী শেষ পর্যন্ত কলা ও মানবিক অনুষদের বিভিন্ন বিভাগে লেখাপড়া করার সুযোগ পাবেন।

উচ্চ মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সাল এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বরের মাধ্যমে www.admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে ভর্তিচ্ছুরা তাদের ফল জানতে পারবেন।

এছাড়া যে কোনো মোবাইল ফোন থেকে DU<>Kha<>Roll টাইপ করে ১৬৩২১ নম্বরে এসএমএস পাঠিয়েও ফলাফল জানা যাবে।