ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষা আগামী ৯ অক্টোবর শুক্রবার শুরু হবে। ওই দিন কলা অনুষদভুক্ত খ ইউনিটের পরীক্ষা হবে। গতকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজ্ঞান অনুষদভুক্ত ক ইউনিটের ভর্তি পরীক্ষা ৩০ অক্টোবর, কলা অনুষদভুক্ত খ ইউনিটের পরীক্ষা ৯ অক্টোবর, ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত গ ইউনিটের ভর্তি পরীক্ষা ১৬ অক্টোবর, বিভাগ পরিবর্তনের জন্য ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা ৬ নভেম্বর অনুষ্ঠিত হবে। এ ছাড়া চারুকলা অনুষদভুক্ত চ ইউনিটের লিখিত পরীক্ষা ১০ অক্টোবর ও অঙ্কন পরীক্ষা ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা পূর্ববর্তী ও মডেলটেস্ট অনলাইনে চর্চা করার জন্য ক্লীক করুন
ভর্তির আবেদন প্রক্রিয়া আগামী ২০ আগস্ট বৃহস্পতিবার থেকে শুরু হয়ে ৬ সেপ্টেম্বর রোববার পর্যন্ত অব্যাহত থাকবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে।