1.প্রস্তাবিত টিপাইমুখ বাঁধ নির্মাণের পরিকল্পনা কোন নদীতে?
উত্তরঃ C. বরাক
2.হিন্দুমতে মান্ধাতা ছিলেন___যুগের শাসক।
উত্তরঃ A. সত্যযুগ
3.প্রথম নোবেল বিজয়ী নারী কে?
উত্তরঃ A. ম্যারি কুরি
4.মিশ্র অথ অথর্নৈতিক ব্যবস্থা হলো
উত্তরঃ C. সম্পত্তির ব্যক্তি ও রাস্ট্রীয় মালিকানা
5.ফ্রাঙ্কফুর্ট শহরটি যে জন্য বিখ্যাত
উত্তরঃ B. বইমেলা
6.ধানসিঁড়ি নদী কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ C. ঝালকাঠি
7.জাতিসংঘের নারী-উন্নয়ন বিষয়ক তহবিলের নাম
উত্তরঃ B. ইউনিফেম
8.কোন জীবাশ্ম জ্বালানী নয়?
উত্তরঃ D. জৈবগ্যাস
9.নিচের কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয়?
উত্তরঃ B. দুর্নীতি দমন কমিশন
10.কোন বিপ্লব ‘স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব’-এ মূলমন্ত্র দ্বারা অনুপ্রাণিত হয়েছিল?
উত্তরঃ A. ফরাসি বিপ্লব
11.Dreams From My Father বইটির লেখক
উত্তরঃ A. বারাক ওবামা
12.কোন দেশ বা সংস্থা বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে ঘোষণা করে?
উত্তরঃ C. বিশ্বব্যাংক
13.অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী ছিলেন
উত্তরঃ B. হোসেন শহীদ সোহরাওয়ার্দি
14.ঢাকার বিখ্যাত তারা মসজিদ কে নির্মাণ করেন?
উত্তরঃ D. শায়েস্তা খান
15.অ্যাবাকাস দিয়ে কী করা হয়?
উত্তরঃ A. গাণিতিক হিসাব
16.‘মোদের গরব মোদের আশা, অ-মরি! বাংলা ভাষা’ গানের রচয়িতা
উত্তরঃ D. অতুল প্রসাদ সেন
17.বিখ্যাত চিত্রশিল্পী পাবলো পিকাসো জন্ম গ্রহণ করেন যে দেশে
উত্তরঃ D. স্পেন
18.চৈনিক পরিব্রাজক ফা-হিয়েন বাংলায় আসেন যার সময়ে
উত্তরঃ A. দ্বিতীয় চন্দ্রগুপ্ত
19.ডেভিড ফ্রস্ট ছিলেন
উত্তরঃ D. একজন সাংবাদিক
20.কোন অর্থনীতি ‘অদৃশ্য হাত’ শব্দ দুটি ব্যবহার করেন?
উত্তরঃ B. অ্যাডাম স্মিথ
21.অথরা কণার অস্তিত্ব আবিষ্কারে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত পদার্থবিজ্ঞানী
উত্তরঃB. এম জাহিদ হাসান
22.বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত সংশোধন করা হয়েছে
উত্তরঃ D. ষোলো বার
23.হিজরি সন কে প্রবর্তন করেন?
উত্তরঃ A. হজরত ওমর (রা.)
24.অর্থশাস্ত্রে অবদানের জন্য কে বিখ্যাত?
উত্তরঃ A. কৌটিল্য
25.‘মনপুরা 70 কী?
উত্তরঃ D. একটি চিত্রকর্ম
26.ন্যাটোর একমাত্র মুসলিম সদস্য দেশ
উত্তরঃ C. তুরস্ক
27.‘বিশ্ব সাক্ষরতা দিবস’ পালিত হয়
উত্তরঃ A. 8 সেপ্টেম্বর
28.‘সুর সম্রাট’ কাকে বলা হয়?
উত্তরঃ B. ওস্তাদ আলাউদ্দিন খাঁ
29.মৌলিক দর্শনশাস্ত্র হিসেবে বিবেচনা করা হয় কোনটিকে?
উত্তরঃ A. অধিবিদ্যা
30.আইএসবিএন যে উপকরণ চিহ্নিত করার কাজে ব্যবহৃত হয়
উত্তরঃ A. বই
31.চাকমাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব কোনটি?
উত্তরঃ A. বিজু
32.কোনটি প্রত্নতাত্ত্বিক স্থান নয়?
উত্তরঃ D. সুন্দরবন
33.কোন দেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা বাংলা?
উত্তরঃ C. সিয়েরা লিওন
34.‘আসিয়ান’ সদস্য রাষ্ট্র নয়
উত্তরঃ B. শ্রীলঙ্কা
35.সম্রাট অশোক কোন বংশের শাসক ছিলেন?
উত্তরঃ B. মৌর্য
36.জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায়?
উত্তরঃ D. জাপানে
37.‘আসাদের শার্ট’ কবিতাটির রচয়িতা কে?
উত্তরঃ D. শামসুর রহমান
38.ব্যাডমিন্টন যে দেশের জাতীয় খেলা
উত্তরঃ B. মালয়েশিয়া
39.বাংলার প্রথম স্বাধীন সুলতান ছিলেন
উত্তরঃ B. ফখরুদ্দিন মোবারক শাহ
40.নিচের কোনটি ইউনেস্কো কর্তৃক ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ঘোষিত হয়েছে?
উত্তরঃ A. ষাট গম্বুজ মসজিদ
41.বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময়ে ঢাকা ____এর অন্তর্ভূক্ত ছিল।
উত্তরঃ B. সেক্টর 2
42.নিচের কোন দিবসটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘কালো দিবস’ হিসেবে পালিত হয়?
উত্তরঃ A. 23 আগস্ট
43.নিচের কোন জায়গায় জমির সামাজিক মালিকানা নেই?
উত্তরঃ D. চট্টগ্রাম
44.‘লেডি উইথ দ্য ল্যাম্প’
উত্তরঃ C. ফ্লোরেন্স নাইটিঙ্গেল
45.ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর উদ্ভাবক
উত্তরঃ B. টিমথি জন বার্নারস-লি
46.এক সকালে তুমি গলা ব্যথা ও সর্দি নিয়ে ঘুম থেকে উঠলে। ডাক্তার তোমাকে পরীক্ষা করে বললেন এন্টিবায়োটিকে তোমার রোগ ভালো হবে না। নিচের কোনটি ডাক্তারের এরূপ মন্তব্যের কারণ ব্যাখ্যা করে?
উত্তরঃ D. তোমার ভাইরাসের সংক্রমণ ঘটেছে
47.‘ছিয়াত্তরের মন্বান্তর’ বাংলা সনে সংঘটিত হয়?
উত্তরঃ B. 1176
48.ভারত ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে কোন সালে?
উত্তরঃ A. 1858
49.বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় চুক্তি কার্যকর হয় 2015 সালের কোন মাসে?
উত্তরঃ D. আগস্ট
50.গৌতম বুদ্ধের জন্মস্থান লুম্বিনী হলো-
উত্তরঃ D. নেপালে