২০১৪ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ দেশের প্রত্যন্ত গ্রামাঞ্চলের ৫ হাজার ৫০ জন গরিব ও মেধাবী শিক্ষার্থীকে এ বৃত্তি প্রদান করা হয়। বৃত্তিপ্রাপ্তদের অর্ধেকই ছাত্রী। বৃত্তি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন_ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি ডাচ-বাংলা ব্যাংকের এমন কার্যক্রমকে আরো প্রসারিত করার আহ্বান জানান। বৃত্তিপ্রাপ্তদের সংখ্যা আজকের ৫ হাজার ৫০ জন এক সময় ৫ কোটি ৫০ লাখে উন্নীত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত আইনমন্ত্রী এ ধরনের শিক্ষাবৃত্তি প্রদানে অন্য ব্যাংকগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানান।
উল্লেখ্য, প্রতিষ্ঠানটি ১৯৯৮ সাল থেকে এ বৃত্তি প্রদান করে আসছে। বৃত্তি প্রদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন_ ডাচ-বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহাবুদ্দিন আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক কেএম তাবরেজ এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা।