জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২৫ অক্টোবর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্মাতক (সম্মান) ভর্তি পরীক্ষা আগামী ২৫ অক্টোবর থেকে শুরু হবে। চলবে ৫ নভেম্বর পর্যন্ত।আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা-১) মোহাম্মদ আলী লেখাপড়া টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আমাদের এ তারিখ জানিয়েছেন। কেন্দ্রিয় ভর্তি পরীক্ষা কমিটিতে সিদ্ধান্ত হয়ে এ সময়ের ভিতরে ভর্তি নেওয়া জন্য।

জাবি1

আগামী অনুষ্ঠিতব্য একাডেমিক সভায় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনের যোগ্যতা, নিয়মাবলী, তারিখ ও ভর্তি পরীক্ষার বিস্তারিত সময়সূচির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। পরবর্তীতে ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির মাধ্যমে তা বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হবে। এ বিষয়ে রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক বলেন, ‘বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি। পরবর্তী একাডেমিক সভায় ভর্তি পরীক্ষা সংক্রান্ত সব বিষয় চুড়ান্ত করা হবে।