জার্মানীতে পড়ালেখা করার জন্য যে বৃত্তিগুলো বিখ্যাত ডাড স্কলারশীপ তাদের মধ্যে অন্যতম। এ বৃত্তির জন্য সাধারণত উন্নয়নশীল বা তুলনামূলকভাবে কম উন্নত দেশের শিক্ষার্থীদেরকে অগ্রাধিকার দেয়া হয়। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের বহু শিক্ষার্থী এ বৃত্তি নিয়ে জার্মানীতে উচ্চশিক্ষা গ্রহণ করছে। আর বৃত্তির পরিমাণ বেশী হওয়ায় ডাড স্কলারশীপের প্রতি দেশের বাইরে উচ্চশিক্ষা গ্রহণে ইচ্ছুক এমন শিক্ষার্থীদের আগ্রহের কমতি নেই। প্রতি বছরই নির্দিষ্ট সংখ্যক কিছু শিক্ষার্থীদেরকে এ বৃত্তি দেয়া হয়।
২০১৬-১৭ শিক্ষাবর্ষে এ স্কলারশীপের জন্য আবেদন পত্র আহবান করেছে কর্তৃপক্ষ। জার্মানীর বিশ্ববিদ্যালয়গুলোতে পোস্টগ্রাজুয়েট তথা মাস্টার্স অধ্যয়নে ইচ্ছুক এমন শিক্ষার্থীদের থেকে আবেদনপত্র আহবান করা হয়েছে । আবেদন করার শেষ সময় বিশ্ববিদ্যালয় ভেদে ভিন্ন।
বৃত্তির বিষয়: নিচের বিষয়গুলোতে মাস্টার্স অধ্যয়নের জন্য ডাড স্কলারশীপ দেয়া হবে ।
- ইকোনমিক সায়েন্স
- বিজনেস এডমিনিস্ট্রেশন
- পলিটিকাল ইকোনমিক্স
- ডেভেলপমেন্ট কো-অপারেশন
- ইঞ্জিনিয়ারিং এন্ড রিলেটেড সায়েন্স
- ম্যাথমেটিক্স
- রেজিওনাল প্ল্যানিং
- এগ্রিকালচারাল এন্ড ফরেস্ট সায়েন্স
- এনভায়রনমেন্টাল স্টাডিজ
- পাবলিক হেলথ
- ভেটেরিনারি মেডিসিন
- সোস্যাল সায়েন্স
- এডুকেশন এন্ড ল
- মিডিয়া স্টাডিজ
কোর্স লেভেল: পোস্টগ্রাজুয়েট তথা মাস্টার্স
বৃত্তি প্রদানকারী কর্তৃপক্ষ: ফেডারেল মিনিস্ট্রি ফর ইকোনমিক কো-অপারেশন এন্ড ডেভেলপমেন্ট
যোগ্যতা:
- বয়স: নির্দিষ্ট কোন বয়স নেই। তবে সর্বশেষ একাডেমিক ডিগ্রি ছয় বছরের পূর্বে হওয়া চলবে না।
- শিক্ষাগত যোগ্যতা: আগ্রহী প্রার্থীকে ব্যাচেলর অথবা মাস্টার্স ডিগ্রির অধিকারী হতে হবে । সিজিপিএ ন্যুনতম ২.৭৫ থাকতে হবে । আর পিএইচডি গবেষণার জন্য ৩.০০ সিজিপিএ থাকা বাধ্যতামূলক।
- দক্ষতা: কমপক্ষে দুই বছরের কর্মক্ষেত্রে দক্ষতা থাকতে হবে।
- ভাষাগত দক্ষতা: টোফেল এর পেপার ভিত্তিক পরীক্ষায় ন্যুনতম ৫৫০, কম্পিউটার ভিত্তিক পরীক্ষায় ন্যুনতম ২১৩ ও ইন্টারনেট ভিত্তিক পরীক্ষায় ন্যুনতম ৮০ স্কোর থাকতে হবে ।
বৃত্তির পরিমাণ: ডাড স্কলারশীপের অধীনে একজন শিক্ষার্থীকে প্রতিমাসে ৭৫০ ইউরো প্রদান করা হবে ।এছাড়া সকল প্রকার টিউশন ফি, একাডেমিক খরচ, চিকিৎসা ও ভ্রমণের ব্যয় কর্তৃপক্ষ বহন করবে ।
আবেদন প্রক্রিয়া: ডাড স্কলারশীপের জন্য আবেদন করতে হলে প্রয়োজনীয় কাগজপত্র সহ আবেদনপত্র জার্মান দূতাবাসে জমা দিতে হবে । যে সকল কাগজপত্র জমা দিতে হবে সেগুলো হল
- ডাড এর ওয়েবসাইট থেকে ডাউনলোডকৃত আবেদন পত্র।
- কারিকুলাম ভিটা
- রেফারেন্স লেটার
- সকল একাডেমিক ট্রান্সক্রিপ্ট
- শিক্ষাজীবনের সকল সনদপত্র
আবেদনপত্র ও বিস্তারিত তথ্যের জন্য নিচের লিংক ভিজিট করুন-