উন্নয়নশীল দেশগুলোর শিক্ষার্থীদেরকে স্কলারশীপ দেবে জাপান সরকার। এতে সহায়তা করছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)। যেসব দেশ এডিবি থেকে বিভিন্ন মেয়াদে ঋণ নিয়েছে এমন দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। ২০১৬-১৭ সেশনে পোস্ট গ্রাজুয়েট তথা মাস্টার্স অধ্যয়নের জন্য এ স্কলারশীপ দেয়া হবে। বাংলাদেশী শিক্ষার্থীরাও আবেদন করতে পারবে এ স্কলারশীপের জন্য।
কোর্স লেভেল: মাস্টার্স।
বিষয়:
অর্থনীতি, ব্যবস্থাপনা, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, পরিবেশ, প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা ও এ সম্পর্কিত অন্যা্ন্য বিষয়াবলী
বর্ণনা:
সম্পূর্ণ টিউশন ফি, মাসিক ভাতা, আবাসন ভাতা, চিকিৎসা ভাতা, এয়ার-টিকেট
যোগ্যতা:
আগ্রহী শিক্ষার্থীকে এডিবি থেকে ঋণ নিয়েছে এমন কোন দেশের নাগরিক হতে হবে ।
ব্যাচেলর অথবা সমমানের ডিগ্রি
সংশ্লিষ্ট বিষয়ে দুই বছর কাজ করার অভিজ্ঞতা
বয়স অনধিক ৩৫ বছর হতে হবে।
সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
অধ্যয়ন শেষে নিজ দেশে ফিরে আসার ব্যাপারে রাজি থাকতে হবে ।
মেয়াদ: দুই বছরের জন্য এ স্কলারশিপ দেয়া হবে।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী শিক্ষার্থীকে নির্দিষ্ট ইন্সটিটউট এর মাধ্যমে আবেদন করতে হবে । ইন্সটিটউটের ঠিকানা ও স্কলারশীপ সম্পর্কে বিস্তারিত জানা যাবে এই লিংকে – http://www.adb.org/site/careers/japan-scholarship-program/main