জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামী রোববার অনুষ্ঠিতব্য ২০১৩ সালের প্রথমবর্ষ অনার্স পরীক্ষা হরতালের কারণে স্থগিত করা হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থগিতকৃত পরীক্ষা সোমবার সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।
আপিল বিভাগে জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর যুদ্ধাপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ড দেয়ার প্রতিবাদে বৃহস্পতি ও রোববার হরতাল ডেকেছে দলটি। পরীক্ষার পূর্বঘোষিত অন্যান্য সময়সূচি অপরিবর্তীত থাকবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।