জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জীবনে দুর্বিষহ সেশনজট সৃষ্টি হয়েছে। বর্তমানে সেশনজট নিরসন ও মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করাই হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য বড় চ্যালেঞ্জ। এ কথা বলেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর-রশিদ। বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে একাডেমিক ভবনের কনফারেন্স রুমে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলোর ইতিহাস ও রসায়ন বিষয়ের শিক্ষকদের ৪৫ দিন ব্যাপী ৮৪তম ব্যাচের প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ভিসি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করার বিষয়টি বহুলাংশে রয়ে গেছে উপেক্ষিত। অথচ এ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে দেশের শিক্ষার্থীদের শতকরা ৭০ ভাগ অন্তর্ভুক্ত। সেশনজট দূর করতে বর্তমান প্রশাসন তথ্যপ্রযুক্তিনির্ভর একাধিক কার্যক্রম হাতে নিয়েছে। ২০১৪-১৫ শিক্ষাবর্ষে যারা স্নাতক পাস ও সম্মান শ্রেণিতে ভর্তি হয়েছে তারা যথাসময়ে পরীক্ষা সম্পন্ন করে বের হতে পারবে। তিনি আরো বলেন, সেশনজট থেকে মুক্তির পর আমাদের পরবর্তী কর্মপ্রচেষ্টার মূল লক্ষ্য হবে মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করা।