বেসরকারি টেলিযোগাযোগ সেবাদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন তিন ধরনের পদে জনবল নিয়োগ দেবে।
পদের নাম : লিড ইঞ্জিনিয়ার- ইএসএস প্লানিং (সিআরএম), আইটি প্লানিং, টেকনোলজি
শিক্ষাগত যোগ্যতা : সিএসই অথবা ইইই থেকে বিএসসি পাস প্রার্থীরা পদটির জন্য আবেদন করতে পারবেন।
আবেদনের জন্য প্রয়োজন হবে সংশ্লিষ্ট কাজে চার থেকে ছয় বছরের অভিজ্ঞতা।
আবেদনের সময়সীমা : আাগমী ২৩ মার্চ ২০১৬ ইং তারিখ পর্যন্ত।
আবেদনের পদ্ধতি : যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন লিংকডইন ডটকমের https://www.linkedin.com/jobs2/view/111576402?trk=job_view_similar_jobs এই ঠিকানার মাধ্যমে।
পদের নাম : হেড অব এন্টারপ্রাইজ – পোস্টপেইড, এন্টারপ্রাইজ, কমার্শিয়াল
শিক্ষাগত যোগ্যতা : পদটিতে আবেদনের জন্য প্রার্থীকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় শিক্ষা থেকে স্নাতক পাস হতে হবে। তবে এমবিএ ডিগ্রিধারীরা নিয়োগে অগ্রাধিকার পাবেন।
এ ছাড়া প্রার্থীদের ন্যূনতম আট বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদনের সময়সীমা : আগামী ২৬ মার্চ ২০১৬ ইং তারিখ পর্যন্ত।
আবেদনের পদ্ধতি : আগ্রহী প্রার্থীরা লিংকডইন ডটকমের https://www.linkedin.com/jobs2/view/113007267?trk=job_view_similar_jobs এই ঠিকানার মাধ্যমে আবেদন করতে পারবেন
পদের নাম : হেড অব এন্টারপ্রাইজ – মার্কেট ডাইরেক্টর, এন্টারপ্রাইজ, কমার্শিয়াল
শিক্ষাগত যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় স্নাতক বা মার্কেটিংয়ে এমবিএ পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন পদটির জন্য।
এ ছাড়া যারা টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে পড়াশোনা শেষ করেছেন, তাদেরও আবেদনের আহ্বান জানানো হয়েছে। শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি আবেদনকারীদের টেলিকমে আট বছরের অভিজ্ঞতাসহ মোট ১২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদনের সময়সীমা : আগামী ২৬ মার্চ ২০১৬ ইং তারিখ পর্যন্ত।
আবেদনের পদ্ধতি : লিংকডইন ডটকমের https://www.linkedin.com/jobs2/view/113006432?trk=job_view_similar_jobs এই ঠিকানার মাধ্যমে পদটিতে আবেদন করতে পারবেন প্রার্থীরা।