ইয়েস চায়না মাস্টার্স প্রোগ্রাম এর অধীনে স্কলারশীপ সহ মাস্টার্স অধ্যয়নের জন্য বাংলাদেশী শিক্ষার্থীদের থেকে আবেদনপত্র আহবান করা হয়েছে। আবেদনের শেষ তারিখ ২০ এপ্রিল ২০১৫।
মাস্টার্সের বিষয়:
- মাস্টার্স অব ল (এলএলম)
- ইন্টারন্যাশনাল মাস্টার্স অব পাবলিক হেলথ (আইএমপিএইচ)
- মাস্টার্স অব ইন্টারন্যাশনাল ইকোনমিক কো-অপারেশন
- মাস্টার্স অব চাইনিজ স্টাডিজ
- দ্য এলএলএম প্রোগ্রাম ফর ডেভেলপিং কান্ট্রিস।
শর্তাবলী:
- পহেলা সেপ্টেম্বর, ২০১৫ তারিখে পঁয়তাল্লিশ বছরের বেশী বয়স হওয়া চলবে না।
- আগ্রহী শিক্ষার্থীকে স্নাতক ডিগ্রিধারী হতে হবে।
- সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে ।
- ইংরেজীতে ভালো কমিউনিকেশন পাওয়ার থাকতে হবে ।
- প্রার্থীকে চায়না ও নিজ দেশের মধ্যে পারস্পরিক সহযোগীতায় বিশ্বাসী হতে হবে।
আবেদনের নিয়মাবলী:
- চীনা কর্তৃপক্ষের নির্ধারিত ফর্ম সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে ডাউনলোড করে পূরণ করতে হবে । বিস্তারিত তথ্য এবং আবেদন ফর্ম http://www.studyinchina.edu.cn থেকে পাওয়া যাবে।
- চীনা কর্তৃপক্ষের নির্ধারিত আবেদন ফরম পূরণের পাশাপাশি প্রাথমিক বাছাইয়ের জন্য প্রার্থীকে অবশ্যই নিচের লিংক এ আবেদন করতে হবে: http://banbeis.gov.bd/yeschina/
- অনলাইন ফর্ম এ সাবমিট বাটন এ ক্লিক করার পর প্রার্থীর প্রদত্ত ই-মেইল ঠিকানায় প্রার্থীর আইডি ও পাসওয়ার্ড চলে যাবে ।প্রার্থীকে ই-মেইল ওপেন করে এক্টিভ লিংক এ ক্লিক করে আইডি ও পাসওয়ার্ড প্রদান করে আবেদনপত্রটি হুবহু প্রিন্ট করা যাবে ।
- শিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক বাছাইয়ের জন্য প্রিন্ট করা ফর্ম এর সাথে সকল পরীক্ষার শুধু নম্বরপত্রের সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে ।
- বিদেশী ডিগ্রির ক্ষেত্রে Marks Conversion Certificate প্রদান করতে হবে ।কোন প্রার্থীর পরীক্ষা জিপিএ-৫ স্কেলে হলে প্রাপ্ত নম্বরের সাথে ১৬ গুন করে এবং জিপিএ-৪ স্কেলে হলে ২০ গুন করে শিক্ষা মন্ত্রণালয়ের অনলাইন ফর্ম এর % ঘরে লিখতে হবে । যেমন: কোন প্রার্থীর জিপিএ ৪.৮ হলে ৫ স্কেলে এর % হবে (৪.৮*১৬)=৭৬.৮
- উভয় আবেদন পত্র (হার্ড কপি) সকল কাগজপত্র সহ আগামী ২০ এপ্রিল বিকাল ৪.০০ টার মধ্যে ডাকযোগে শিক্ষামন্ত্রণালয়ের শাখা-১৯ এ প্রেরণ করতে হবে অথবা সরাসরি বাংলাদেশ সচিবালয়ের ৯ নং কাউন্টারে জমা দিতে হবে ।
- শিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক বাছাইয়ের ফর্ম এবং চীনা কর্তৃপক্ষের ফর্ম আলাদাভাবে ছোট দুটি খঅমে ভরে খাম দুটি অন্য একটি বড় খামে ভরে প্রেরণ করতে হবে ।বড় খামের উপর প্রোগ্রাম এর নাম অবশ্যই উল্লেখ করতে হবে।
- শিক্ষা মন্ত্রণালয়ের অনলাইন ফর্ম পূরণ সম্পর্কিত যে কোন সমস্যার সমাধান [email protected] তে ই-মেইল করে জানা যাবে ।
- প্রার্থীদের প্রাথমিক বাছাই চুড়ান্তকরণের ক্ষমতা শিক্ষা মন্ত্রণালয়ের এ সংক্রান্ত কমিটি সংরক্ষণ করে।
ইন্টারনেট থেকে সংগৃহিত