যোগ্যতা: ১৮ বছন বা তার বেশি বয়সী বাংলাদেশী নাগরিকরা আবেদন করতে পারবেন। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস। অগ্রাধিকার পাবেন নারী, উপজাতি ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রার্থীরা। ভর্তির সময় জমা দিতে হবে শিক্ষাগত যোগ্যতার সনদ বা নম্বর পত্রের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও দুই কপি পাসপোর্ট সাইজের ছবি।
আবেদন ও বাছাই প্রক্রিয়া: ভর্তি ফরম পাওয়া যাবে www.lfmeab.org ও www.coelbd.com ঠিকানায়। ফরম সংগ্রহ করা যাবে প্রকল্পেরর অফিস থেকেওও। ফরম পূরণ করে জমা দিতে হবে প্রকল্পের গাজীপুরের চন্দ্রা অফিসে।
ভর্তি প্রক্রিয়া: বিভিন্ন সময় পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে প্রার্থী খোঁজা হবে। তাই নিয়মিত চোখ রাখতে হবে পত্রিকায়। www.lfmeab.org ও www.coelbd.com ওয়েবসাইটেও পেতে পারেন দরকারি তথ্য। এছাড়া যে কোনো তথ্যের জন্য ০২-৬৮২২৫১৮৭৩, ০১৭৬৮৪২৩৩২২, ০১৬১৫২৪১০২০ নম্বরে ফোন করতে পারেন।
সূত্র: ১৯ আগস্ট ২০১৬ যুগান্তর
বিস্তারিত :