চট্টগ্রাম বিভাগের প্রয়োজনীয় তথ্য (২০১৪-১০-২০)

WELCOME TO CHITTAGONG
*** চট্টগ্রাম বাংলাদেশের কততম বিভাগ?
উত্তরঃ ২য়
*** চট্টগ্রাম বিভাগের আয়তন কত?
উত্তরঃ ৩৩, ৭৭১ বর্গ কি.
*** চট্টগ্রাম বিভাগের লোকসংখ্যা কত?
২,৯৫,৫৩,৮৫৭ জন। পুরুষ: ১,৪৪,৮৮,৫৩৩ জন। মহিলা: ১,৫০,৬৫,৩২৪ জন।
*** চট্টগ্রাম বিভাগের জনসংখ্যার ঘনত্ব কত?
উত্তরঃ ৮৩৮ জন।
*** চট্টগ্রাম বিভাগের জনসংখ্যার বৃদ্ধির হার কত?
উত্তরঃ ১.৬৩%।
*** চট্টগ্রাম বিভাগের স্বাক্ষরতার হার কত?
উত্তরঃ ৫২.৭% ।
*** চট্টগ্রাম বিভাগের বৃহত্তম জেলা কোনটি?
উত্তরঃ রাঙামাটি (আয়তন ৬১১৬ বর্গ কি. মি.)।
*** চট্টগ্রাম বিভাগের ক্ষুদ্রতম জেলা কোনটি?
উত্তরঃ ফেনী (আয়তন ৯২৮ বর্গ কি. মি.)।
*** চট্টগ্রাম বিভাগে উপজেলার সংখ্যা কতটি?
উত্তরঃ ১০১ টি।
*** চট্টগ্রাম বিভাগের জাতীয় সংসদের আসন সংখ্যা কত?
উত্তরঃ ৫৮টি ।
*** চট্টগ্রাম বিভাগে দারিদ্রের হার কত?
উত্তরঃ ৩৪%।
chittagong-map