ক্যারিয়ার ভাবনা

Career

আপনি অাপনার ক্যারিয়ার নিয়ে কতটা ভাবছেন? আমাদের সবার জীবনেরই কিছু না কিছু লক্ষ্য বা উদ্দেশ্য রয়েছে। শৈশব থেকেই কেউ হতে চায় ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ আবার শিক্ষকতার মতো পেশায় আসতে আগ্রহী থাকে। সময়ের আবর্তনে এসব পেশার বাইরেও নানামূখী পেশায় কর্মসংস্থান বাড়ছে। শখ অনুযায়ী কিশোর বয়স থেকে শুরু করা উচিৎ ক্যারিয়ার পরিকল্পনা। কারণ প্রয়োজনীয় প্রস্তুতি নেয়ার আসল সময় এই বয়সটাই। প্রস্তুতি যদি সঠিক হয়, তবে পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যেতে পারলে বয়স বাড়ার সাথে সাথে পরিকল্পনাটি সহজেই বাস্তবায়ন করা সম্ভব। আপনার ব্যক্তিগত সামর্থ্য, দক্ষতা, আগ্রহ, রুচি, উৎসাহ, মূল্যবোধ, স্বপ্ন এবং গুণাবলিকে প্রাধান্য দিতে হবে। আর এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সহায়তা করে ক্যরিয়ার পরিকল্পনা।

আর তাই www.educarnival.com আপনার সুন্দর ক্যারিয়ারে একটু সহযোগিতা করতে এবং যে কোন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে এগিতে দিতে অনলাইন মডেল টেস্টের আয়োজন করেছে। আপনি যে কোন প্রতিযোগিতামূলক পরীক্ষার আগে অনলাইনে মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই করুন। পরীক্ষা শেষে আপনার ভূল প্রশ্নের উত্তর গুলো সংগ্রহ করুন এবং নিজেকে প্রস্তুত করুন সেরা হিসেবে। আত্মবিশ্বাস রাখুন। কারণ আত্মবিশ্বাসই আপনাকে এগিয়ে যেতে সহযোগীতা করবে। নিচের লিংকগুলো ক্লিক করুন এবং আপনার পছন্দ অনুযায়ী পরীক্ষা দিন।

বিসিএস মডেল টেস্ট             ব্যাংক জব মডেল টেস্ট              সরকারী নিয়োগ পরীক্ষা

বিশ্ববিদ্যালয় ভর্তির মডেল টেস্ট