কৃষি মন্ত্রণালয়ে ৯টি পদে চাকরি

কৃষি মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট জনবল নিয়োগ দেবে। প্রতিষ্ঠানটি একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, নয়টি পদে মোট ৪০ জনকে নিয়োগ দেয়া হবে। বিভিন্ন পদে আবেদনকারীদের বয়স আগামী ২০ জানুয়ারি-২০১৬ তারিখে ১৮ বছর থেকে ৩০ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ বছর থেকে ৩২ বছর।আগ্রহী প্রার্থীরা প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করতে পারবেন আগামী ২০ জানুয়ারি, ২০১৬ তারিখ পর্যন্ত।

পদগুলোর মধ্যে স্টেনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর পদে ১জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ১৩ জন, ক্যাশিয়ার পদে ২জন, গাড়িচালক পদে ২জন, ট্রেসার পদে ৪জন, ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট পদে ৭জন, ফিল্ডম্যান পদে ৬জন, অফিস সহায়ক পদে একজন এবং নিরাপত্তা প্রহরী পদে ৪জনকে নিয়োগ দেয়া হবে।

1451121630