কিং সাউদ বিশ্ববিদ্যালয় সৌদিআরবে সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়, এবং র্যাংকিং এ আরবদেশ সমূহের মধ্যে শীর্ষে । এখানে ভর্তির আবেদন প্রক্রিয়া অনেকটা কম ঝামেলা পূর্ণ। সাধারণত আরব দেশ সমূহ ছাড়া অন্যদেশের শিক্ষার্থীদের জন্য এখানে সরাসরি অনার্স অধ্যয়নের সুযোগ নেই, তাই আমাদের দেশের ভর্তিচ্ছুদের এখানে অনার্সে অধ্যয়নের জন্য আবেদন করতে চাইলে এখানের আরবি ভাষাতত্ব ইন্সটিটিউটে আবেদন করতে হবে ।
এই ইন্সটিটিউটের অধীনে রয়েছে অনারব ভাষাভাষীদের জন্য বিশ্ববিদ্যালয়ের অনার্সে অধ্যয়নের জন্য আরবি ভাষা শিক্ষা ডিপ্লোমা কোর্স, “পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা শিক্ষক প্রশিক্ষণ কোর্স”, ইত্যাদি এই কোর্সে আবেদনের জন্য শর্ত সমূহ নিম্নোক্ত লিঙ্কে দেওয়া আছে;
http://ali.ksu.edu.sa/en/content/programs-admission
কিং সঊদ বিশ্ববিদ্যালয় এ সাধারণত: বছরের জুন থেকে আগস্ট এই তিন মাসের যে কোন সময় আবেদন প্রক্রিয়া শুরু হয় এক, দুই অথবা তিন মাস চলার পর আবার আবেদন প্রক্রিয়া বন্ধ হয়ে যায় । ভর্তিচ্ছুদের এই নির্দিষ্ট সময়ের মধ্য নিম্নোক্ত লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে । http://aliadmission.ksu.edu.sa/register/arhome.htm
যারা মাস্টার্স বা পি. এইচ. ডি. প্রোগ্রামে ভর্তিচ্ছু তাদের জন্য আবেদনের শর্তসমূহ নিম্নোক্ত লিঙ্কে দেয়া আছে:
http://ksu.edu.sa/Deanships/DeanshipofGraduateStudies/Announcements/Pages/p3.aspx
এবং আবেদনের জন্য নভেম্বর হতে ডিসেম্বর এই সময়ের মধ্যে নিম্নোক্ত লিঙ্ক বা বিশ্ববিদ্যালয়ের মূল ওয়েবসাইট দেখতে পারেন।
https://dgs.ksu.edu.sa/DGS7/GeneralSettings/RegisterationPage.aspx