কাস্টম হাউসে ৪০ পদে নিয়োগ বিজ্ঞপ্তি!

ঢাকার পানগাঁও কাস্টম হাউস জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

somoy_news_7959
পদের নাম এবং সংখ্যা : পদগুলোর মধ্যে উচ্চমান সহকারী পদে পাঁচজন,  সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর পদে একজন, ক্যাশিয়ার পদে একজন, ষাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে দুজন, ডেটা অ্যান্ট্রি অপারেটর পদে একজন, স্পিড বোট ড্রাইভার পদে একজন, ইলেকট্রিশিয়ান পদে একজন, ড্রাইভার পদে পাঁচজন, সিপাই পদে ১৫ জন, ল্যাব অ্যাটেনডেন্ট পদে একজন, অফিস সহায়ক পদে ছয়জন এবং নিরাপত্তা প্রহরী পদে একজনকে নিয়োগ দেওয়া হবে।

বয়স : আবেদনকারীদের বয়স ৩১ ডিসেম্বর-২০১৫ তারিখে ১৮ থেকে ৩০ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে আবেদনের বয়সসীমা ৩২ বছর।

আবেদনের সময়সীমা : আগ্রহী প্রার্থীরা প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করতে পারবেন আগামী ৩০ ডিসেম্বর-২০১৫ তারিখ পর্যন্ত।

আবেদনের জন্য নির্ধারিত ফরম সংগ্রহ করা যাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.mopa.gov.bd)।