আগামীকাল শুক্রবার থেকে আসন্ন এসএসসি পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত দেশের সব ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে।
আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে পরীক্ষা সংক্রান্ত আইন-শৃঙ্খলা কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
বৈঠকে শিক্ষাসচিব মো: সোহরাব হোসাইন জানান, কোনো পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়ে গেলে সে পরীক্ষা বাতিল করা হবে। যতবার এমন ঘটবে ততবারই পরীক্ষা বাতিল হবে।
আগামী ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই পাবলিক পরীক্ষায় ১৭ লাখ শিক্ষার্থী অংশ নেবে। তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে আগামী ২৪ ফেব্রুয়ারি। বিগত বছরগুলোতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ অন্যান্য মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়ে শিক্ষা মন্ত্রণালয়।