কানাডায় কুইবেক মেরিট স্কলারশীপ

উত্তর আমেরিকার দেশ কানাডার কুইবেক প্রদেশের সরকার বিভিন্ন বিষয়ে স্বল্পমেয়াদী গবেষণার জন্য উন্নয়নশীল দেশগুলোর শিক্ষার্থীদের থেকে আবেদন পত্র আহ্বান করেছে। এ জন্য শিক্ষার্থীকে রাউন্ড ট্রিপ এয়ার টিকেটসহ যাবতীয় খরচ ও মাসিক একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ বৃত্তি হিসেবে দেওয়া হবে। আবেদন করার শেষ তারিখ ১ নভেম্বর,২০১৫।

Scholarship

বিষয়:
কুইবেক মেরিট স্কলারশীপ প্রাপ্ত শিক্ষার্থীকে যে বিষয়ের ওপর পড়ালেখা করতে হবে সেগুলো হল-
পাবলিক হেলথ
হিউম্যানিটিজ
সোস্যাল সায়েন্স
আর্টস এন্ড লেটার্স
ন্যাচারাল সায়েন্স
এবং ইঞ্জিনিয়ারিং

কোর্স লেভেল: রিসার্চ

মেয়াদ: তিন বছর

যোগ্যতা:
যে কোন বিষয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর ও মাস্টার্স ডিগ্রি থাকতে হবে । কোন শারিরীক জটিল রোগ অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে। শিক্ষাজীবনের কোন পর্যায়ে তৃতীয় বিভাগ থাকা চলবে না।

বৃত্তির বর্ণনা:
রাউন্ড ট্রিপ এয়ারটিকেট
আবাসন সংক্রান্ত যাবতীয় ব্যয়
চিকিৎসা ভাতা
অভ্যন্তরীণ যাতায়াত ভাতা
মাসিক ভাতা

আবেদন প্রক্রিয়া:
বৃত্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও অনলাইন আবেদনের জন্য এখানে ক্লিক করুন।