কাতারে ধর্মতত্ত্ব বিষয়ে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে স্কলারশিপ সহ অধ্যয়নের জন্য আবেদন পত্র আহ্বান করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানানো হয়, কাতার সরকার ধর্মতত্ত্বের ওপর গবেষণার জন্য মানবসম্পদ তৈরীতে আগ্রহী। আর এ জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে স্কলারশিপের জন্য আবেদনপত্র আহবান করা হয়েছে ।প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষা গ্রহণে আগ্রহীদেরকে আবেদনপত্র সহ কাতার দূতাবাসে যোগাযোগ করতে বলা হয়েছে।
আাবেদন করার ঠিকানা:
Students scholarship affairs committee
Ministry of waqf and Islamic affairs
PO box no: 402
Phone: 0097466700057 / 0097444700532
এছাড়া নিচের ওয়েবসাইটেও এ সম্পর্কিত বিস্তারিত তথ্য পাওয়া যাবে:
www.islam.gov.qa ##