০১. ৩য় প্রজন্মের একটি উল্লেখযোগ্য কম্পিউটার হচ্ছে-
উ্ত্তর: জিই-৬০০
০৭. ‘ব্ল্যাক বক্স’ কি?
উ্ত্তর: বিমানে রক্ষিত ফ্লাইট ডাটা রেকর্ডার
০৩. রিমোট সেসিং বা দূর অনুধাবন বলতে বিশেষভাবে বুঝায়-
উ্ত্তর: উপগ্রহের সাহায্যে দূর থেকে ভূ-ম-লের অবলোকন
০৪. বেতার গ্রাহক যন্ত্র নিচের কোন কাজটি করে?
উ্ত্তর: বেতার শক্তিকে তড়িৎ কারেন্টে রূপান্তরিত করে
০৫. ৫ম প্রজন্মের কম্পিউটারের প্রধান বৈশিষ্ট্য হবে মানুষের কণ্ঠস্থরের নির্দেশ অনুধাবনের ক্ষমতা এবং ——–
উ্ত্তর: কৃত্রিম বুদ্ধিমত্তা
০৬. কম্পিউটারের যে সকল যন্ত্র হাত দিয়ে স্পর্শ করা যায় তাকে কি বলে?
উ্ত্তর: হার্ডওয়্যার