বাংলাদেশ নৌবাহিনী ২০১৭ ডিইও ব্যাচে সরাসরি কমিশন্ড অফিসার পদে ৫টি শাখায় জনবল নিয়োগ করা হবে। আগ্রহীরা আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ নৌবাহিনী
পদের নাম: কমিশন্ড অফিসার
শাখার নাম
* ভলান্টিয়ার রিজার্ভ কমিশন এক্সিকিউটিভ শাখা (পুরুষ)
* ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল শাখা (পুরুষ ও মহিলা)
* শিক্ষা শাখা বিবিএ/এমবিএ (পুরুষ ও মহিলা)
* শিক্ষা শাখা (পুরুষ ও মহিলা)
* শিক্ষা শাখা মেডিকেল (পুরুষ)
শিক্ষাগত যোগ্যতা: বিভিন্ন বিষয়ে স্নাতক
শারীরিক যোগ্যতা
পুরুষ: উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ৫০ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক ৩০ ইঞ্চি ও স্ফীত ৩২ ইঞ্চি
নারী: উচ্চতা ৫ ফুট ১ ইঞ্চি, ওজন ৪৬ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক ২৮ ইঞ্চি ও স্ফীত ৩০ ইঞ্চি
বয়স: ০১ জানুয়ারি ২০১৭ তারিখে অনূর্ধ্ব ৩০ বছর
বেতন: সশস্ত্র বাহিনীর নিয়ম অনুযায়ী
শর্তাবলী
ভলান্টিয়ার রিজার্ভ কমিশন এক্সিকিউটিভ শাখা ও শিক্ষা শাখা মেডিকেলে শুধু অবিবাহিতরা আবেদন করতে পারবেন। তবে ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল শাখা, শিক্ষা শাখা বিবিএ/এমবিএ ও শিক্ষা শাখায় বিবাহিত ও অবিবাহিতরা আবেদন করতে পারবেন। ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল শাখায় পুরুষদের অবিবাহিত হতে হবে।
আবেদন ফি: ৭০০ টাকা
আবেদনের নিয়ম: আগ্রহীরা বাংলাদেশ নৌবাহিনীর ওয়েবসাইট www.joinnavy.mil.bdবা www.navy.mil.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ২৫ সেপ্টেম্বর ২০১৬