ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষা ২২ নভেম্বর থেকে শুরু হবে। চলবে ২৬ নভেম্বর পর্যন্ত।
২২ নভেম্বর অনুষ্ঠিত হবে ‘ঘ’ ইউনিটের পরীক্ষা, ‘গ’ ইউনিটের ২৩ নভেম্বর, ‘খ’ ইউনিটের ২৪ নভেম্বর, ‘ক’ ইউনিটের ২৫ নভেম্বর এবং ‘ঙ’ ইউনিটের পরীক্ষা ২৬ নভেম্বর অনুষ্ঠিত হবে। পরীক্ষার আসনবিন্যাস ও অন্যান্য তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.jkkniu.edu.bd) জানানো হয়েছে।