এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ এর পাশাপাশি পরীক্ষায় প্রাপ্ত নম্বর দেয়া হবে। শনিবার (৬ আগস্ট) রাজধানীর জাতীয় ব্যবস্থাপনা একাডেমী (নায়েম) মিলনায়তনে এ কথা বলেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. মাহাবুবুর রহমান।
তিনি বলেন, এবছরের এইচএসসির ফলাফল থেকে এ প্রক্রিয়া শুরু হবে। যেখানে জিপিএ’র পাশাপাশি নৈর্বিত্তিক, ব্যবহারিক এবং রচনামুলকের নম্বর আলাদাভাবে দেয়া থাকবে।
এ পদ্ধতি চালু হলে শিক্ষার্থীরা তাদের জিপিএ এর পাশাপাশি তাদের প্রাপ্ত মোট নম্বর জানতে পারবে। মোট নম্বর ছাড়াও তার প্রত্যেক বিষয়ে আলাদাভাবে কত নম্বর পেয়েছে তাও জানতে পারবে। তবে শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বর কেবলমাত্র শিক্ষার্থী নিজেরাই অনলাইনের মাধ্যমে জানতে পারবে। একজনের প্রাপ্ত নম্বর আর একজন জানতে পারবে না। সেভাবেই পদ্ধতি চালু করা হবে।
ঢাকা বোর্ডের চেয়ারম্যান আরো বলেন, ১৮ তারিখে প্রকাশের অপেক্ষায় থাকা এইচএসসি’র ফলাফলে নম্বরসহ দেয়া হবে। এর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা ইতিমধ্যে নেয়া হয়েছে বলেও তিনি জানান।