সারাদেশের ন্যায় ঠাকুরগাঁয়ের রাণীশংকৈলে সোমবার এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এসএসসি ও সমমানের পরীক্ষায় জেএসসির খাতা দেয়ায় পরীক্ষার্থীরা বিপাকে পড়েছে। উপজেলার ৬টি পরীক্ষা কেন্দ্রে মোট পরীক্ষাথী ২৫০৬ জন। তাতে অনুপস্থিত ছিলো ১৩ জন।
রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের পরীক্ষার্থীরা খাতা নিয়ে বিপাকে পড়ে। পরীক্ষা কেন্দ্রের যথানিয়মে জেনারেল শাখার বাংলা ১ম পত্রের লিখিত পরীক্ষার জেএসসি পরীক্ষার খাতা দেয়ায় পরীক্ষার্থীরা বিপাকে পড়ে। এতে দায়িত্বরত শিক্ষকরাও হতভম্ব হয়ে যায়।
এ নিয়ে শিক্ষক ও পরীক্ষার্থীদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এ সময় দিনকাল পত্রিকার প্রতিনিধি খুরশিদ আলম শাওনকে তার পেশাগত দায়িত্ব পালনে বাধা দেন পরীক্ষা কেন্দ্র সচিব সোহেল রানা। সাংবাদিকের সাথে আপত্তিকর আচরণ করে পরীক্ষা কেন্দ্র বের হয়ে যেতে বলেন।
খবর পেয়ে সংবাদকর্মীরা ঘটনাস্থলে আসলে কেন্দ্র সচিব সোহেল রানা বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করেন। অভিযোগ রয়েছে ইতোপূর্বেও তিনি সাংবাদিকদের সাথে আপত্তিকর আচরণ করেছেন। এ নিয়ে সাংবাদিক মহল ক্ষোভ প্রকাশ করেছেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মো. নাহিদ হাসান মুঠো ফোনে ব্রেকিংনিউজকে জানান, পরীক্ষার খাতার বিষয়টি আমি সেভাবে জানি না। তবে সাংবাদিক প্রবেশে ডিসি ইউএনওর অনুমতি লাগবে এটা জানা নেই।
এদিকে দিনাজপুর শিক্ষা বোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক রাকিবুল ইসলাম ব্রেকিংনিউজকে বলেন, এ বোর্ডের অধীনে শুধু ঠাকুরগাও সরকারী উচ্চ বিদ্যালয়ে জেএসসি’র খাতা ব্যবহৃত হয়েছে। আর অন্য কোথাও ব্যবহৃত হওয়ার তথ্য আমাদের কাছে নেই।