২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে েএম.ফিল ও পিএইচ.ডি গবেষণা কোর্সে নিম্নে বর্ণিত বিভাগসমূহে খন্ডকালীন ও পূর্ণকালীন গবেষক ভর্তির জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে।
০১. এম.ফিল কোর্সে ভর্তির জন্য যোগ্যতা ও অন্যান্য শর্তাবলী এবং বিভাগসমূহঃ
আন্তর্জাতিক সম্পর্ক/ইংরেজি/ইতিহাস/দর্শন/নাটক ও নাট্যতত্ত্ব/প্রত্নতত্ত্ব/বাংলা/কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং/গণিত/পদার্থবিজ্ঞান/পরিবেশ বিজ্ঞান/পরিসংখ্যান/রসয়ান/অর্থনীতি/নৃবিজ্ঞান/ভূগোল ও পরিবেশ/সরকার ও রাজনীতি/লোক প্রশাসন/নগর ও অঞ্চল পরিকল্পনা/উদ্ভিদবিজ্ঞান/প্রাণিবিদ্যা/ফার্মেসী/বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং/প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান/মাইক্রোবায়োলজি বিভাগ/আইবিএ-জেইউ/আইআইটি।