এমফিল প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু

জাতীয়-বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষে এমফিল প্রোগ্রামে ভর্তির জন্য অনলাইনে আবেদন শুরু হয়েছে। আগামী ২৮ মে পর্যন্ত অনলাইনে এ আবেদন করা যাবে। বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলা, ইংরেজি, আরবি, সংস্কৃত, ইসলামিক স্টাডিজ, ইতিহাস, ইসলামের ইতিহাস, সমাজবিজ্ঞান, অর্থনীত, রাষ্ট্রবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন, পরিসংখ্যান, প্রাণিবিদ্যা, মনোবিজ্ঞান, মৃত্তিকাবিজ্ঞান বিষয়গুলো এমফিল পূর্ণকালীন ভর্তির জন্য আহ্বান করা যাবে।

আরও বলা হয়েছে, আগ্রহীদের ন্যূনতম দ্বিতীয় বিভাগসহ সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এ ছাড়া স্নাতক ও স্নাতকোত্তরে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর থাকতে হবে। এসএসসি ও এইচএসতে ন্যূনতম ৩.৭৫ থাকতে হবে। আগামী ১ থেকে ৪ জুন সাক্ষাত্কার অনুষ্ঠিত হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের (www.nu.edu.bd) ওয়েবসাইটে পাওয়া যাবে।