নতুন বছরের প্রথম দিন ১ জানুয়ারি শুক্রবার সারাদেশে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব উদযাপন করবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
আজ সোমবার বিকেলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
তবে ওইদিন সাপ্তাহিক ছুটির দিন থাকায় ২ জানুয়ারি পাঠ্যপুস্তক উৎসব পালন করবে শিক্ষা মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ জানুয়ারি সকাল ১০টায় রাজধানীর মিরপুর-২ এর ন্যাশনাল বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক তুলে দিয়ে উৎসবের উদ্বোধন করবেন।
চলতি বছর এ বছর প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত ৩৪ কোটিরও বেশি পাঠ্যপুস্তক বিনামূল্যে বিতরণ করা হবে। গত বছর এ সংখ্যা ছিল ৩৩ কোটি।