জনবল নিয়োগের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় । বিভিন্ন গ্রেডে ১২টি পদে মোট ২৭ জনকে নিয়োগ দেওয়া হবে।
পদের নাম
হিসাবরক্ষক, লাইব্রেরি সহকারী, ক্লাসিফায়ার, মেক আপ আর্টিস্ট, লিফট মেকানিক, অফিস সহায়ক ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকসহ মোট ১২টি পদে নিয়োগ দেওয়া হবে।
পদ সংখ্যা
১২টি বিভিন্ন পদে মোট ২৭ জনকে নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে যেকোনো বিষয়ে স্নাতক পাসসহ উচ্চমাধ্যমিক/মাধ্যমিক/অষ্টম শ্রেণি পাস প্রার্থীরা উল্লিখিত বিভিন্ন পদের নিমিত্ত্বে আবেদন করতে পারবেন। ন্যূনতম ১৮ হতে অনূর্ধ্ব ৩০ বছর বয়স পর্যন্ত এই পদে আবেদন করতে পারবেন। কিছু কিছু পদের জন্য ১ থেকে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে সাথে কম্পিউটার চালনায় দক্ষতা আবশ্যক।
বেতন স্কেল
জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বিভিন্ন গ্রেডে বেতন ভাতাদি দেওয়া হবে।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের সদ্যতোলা দুইকপি পাসপোর্ট ছাইজের রঙিন ছবিসহ জীবনবৃত্তান্ত ও প্রয়োজনীয় কাগজপত্র এবং একশত টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার সংযুক্ত পূর্বক লিখিত দরখস্ত ডাকযোগে/সরাসরি জমা দেওয়া যাবে। ঠিকানা: (রেজিস্ট্রার, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, গাজীপুর-১৭০৫)।
আবেদনের সময়সীমা
দরখস্ত পাঠানো যাবে আগামী ১৭ ডিসেম্বর-২০১৮ পর্যন্ত।
বিস্তারিত বিজ্ঞপ্তিতে